বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন

ডিসপ্লে পরিবর্তনে রিয়েলমির মূল্যছাড়

সেলফোনের ডিসপ্লে পরিবর্তনে ব্যবহারকারীদের জন্য স্ক্রিন ডিসকাউন্ট অফার দিচ্ছে রিয়েলমি। অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে এ সুবিধা পাওয়া যাবে। এ অফারে নির্ধারিত মডেলের স্মার্টফোন ডিসপ্লে পরিবর্তনের ক্ষেত্রে ছাড়ও দেবে কোম্পানিটি।

ব্যবহারকারীরা স্মার্টফোনের ডিসপ্লে পরিবর্তনের ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় পাবেন। দেশের যেকোনো জায়গার সার্ভিস সেন্টার থেকে এ অফার উপভোগ করা যাবে। তবে কোনো আউটলেটে যাওয়ার আগে সেখানে ওই নির্দিষ্ট মডেলের ডিসপ্লে রয়েছে কিনা সেটি যাচাইয়ের জন্য ব্যবহারকারীদের নির্দেশনাও দেয়া হয়েছে।

উল্লেখ্য, এ অফারগুলো কেবল রিয়েলমির অফিশিয়াল স্মার্টফোনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গত ১৩ নভেম্বর থেকে শুরু হয়ে এ অফার ২০২৪ সালে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com