বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
আজ বুধবার সন্ধ্যার পর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় পার্টির নেতারা বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বৈঠকের বিষয় জানতে চাইলে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু দেশ রূপান্তরকে বলেন, ‘আসন সমঝোতা নয়, নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলতে আওয়ামী লীগ নেতাদের সাথে বসব। তবে সন্ধ্যার পর বৈঠক হওয়ার কথা থাকলেও স্থান এখনো ঠিক হয়নি। জাপা এককভাবে নির্বাচন করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই।’
জানা যায়, জাপার প্রতিনিধি দলে থাকবেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদসহ দলের অন্যান্য নেতারা।