বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিজি ২৪৮ উড়োজাহাজটি অবতরণ করার পরপরই ভেতরে থাকা যাত্রীদের তল্লাশি করা হয়। এক পর্যায়ে ৩৪ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এই ঘটনায় আটককৃতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচংয়ের চাঁদপুর গ্রামের মনোয়ার মিয়ার ছেলে মিশফা মিয়া, একই উপজেলার আছকর মিয়ার ছেলে আক্তারুজ্জামান, সিলেটের দক্ষিণ সুরমা কামাল বাজারের নবাগ গ্রামের ইরন মিয়ার ছেলে শানু মিয়া ও মৌলভীবাজারের জুড়ি উপজেলার পশ্চিম বরদমহল গ্রামের মঈনুদ্দিনের ছেলে হাবিবুর রহমান।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই থেকে সিলেটে আগত ওই উড়োজাহাজে জনৈক যাত্রী স্বর্ণ চোরাচালানে জড়িত এমন গোপন তথ্য আগে থেকেই ছিল। ওই সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। উড়োজাহাজে তল্লাশি করে কয়েকটি আসনের নিচ থেকে ১০টি স্বর্ণবারের বান্ডেল, উড়োজাহাজের টয়লেট থেকে ৪টি স্বর্ণবারের বান্ডেল এবং ৬টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। যেগুলোর মোট ওজন ৩৪.১৫ কেজি। যার আনুমানিক মূল্য ২৬ কোটি ৫০ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।