বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

ফের একসঙ্গে নিলয়-হিমি

বাংলাদেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের শিল্পীদের মধ্যে জুটি হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। তাদের অভিনীত বহু নাটকই এখন ইউটিউবে বেশ আলোচনায় রয়েছে। কোটি কোটি ভিউয়ার্স তাদের অভিনীত নাটক উপভোগ করছেন। এই প্রজন্মের তরুণ নির্মাতা হাসিব হোসেন রাখির পরিচালনাতেও তারা দু’জন বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। যার মধ্যে বিশেষত উল্লেখযোগ্য হচ্ছে ‘এক পলকে’ , ‘মিসেস ডিস্টার্ব’, ‘লোকাল জামাই’, ‘মিস্টার নার্স’,‘ ওয়েলকাম ডক্টর’ ইত্যাদি। এবার রাখি তাদের নিয়ে নির্মিত করেছেন তারই রচনায় ‘হাউজ হাজব্যান্ড’ নামের একটি নাটক। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন রাখি। রাখি বলেন, ‘নিলয় ভাই এবং হিমি দু’জনই আমার নিজেরও ভীষণ ভালোলাগার শিল্পী। তাদের দু’জনকে নিয়ে কাজ করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। তাদের সঙ্গে আলোচনা করে কাজ করা যায়। যে কারণে কাজও অনেক ভালো হয়। হাউজ হাজব্যান্ড-নাটকের শুটিংয়ের সময় তারা দু’জনই ভীষণ সহযোগিতা করেছেন। পাশাপাশি আব্দুল্লাহ, রানা ভাই, পাপিয়া আপা, আজম ভাই, মৌ শিখা আপাও বেশ সহযোগিতা করেছেন কাজটি যেন ভালো হয়।’

নিলয় আলমগীর বলেন, ‘রাখি বেশ যত্ন নিয়ে কাজ করেন। গল্প অনুযায়ী কাজটি ভালো করার চেষ্টা করে। যেহেতু তার নির্দেশনাতে বেশ কিছু নাটকে কাজ করেছি, তাই রাখি কী চায় তা বেশ ভালোভাবেই অনুভব করতে পেরেই ক্যামেরার সামনে অভিনয় করি। আরেকটা কথা না বললেই নয়, রাখির একটা অভ্যাস খুব ভালো। তার নিজের পুরো স্ক্রিপ্ট মুখস্ত থাকে। যে কারণে টু দ্য পয়েন্ট-এ রাখি কাজ করে। আর হিমির সঙ্গে কাজের বোঝাপড়াটা এক কথায় দারুন। জুটি হিসেবে দর্শক আমাদের পছন্দ করেন, এ কারণে দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা।’

হিমি বলেন, ‘অভিনয়ই এখন আমার পেশা। অভিনয় জীবনের খুব চমৎকার একটি সময় অতিবাহিত করছি। এ জন্য দর্শকের প্রতি তো অবশ্যই কৃতজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে সব প্রযোজক নিমার্তাদের প্রতিও রইল ভালোবাসা। হাউজ হাজব্যান্ড-নাটকটির গল্প বেশ আবেগী। নিলয় ভাইয়ের সঙ্গে কাজের বোঝাপাড়াটা এখন এক কথায় শতভাগ ঠিকঠাক। আমি এ নাটকটি নিয়ে আশাবাদী।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com