শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন

এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ

ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকের সিরিজের প্রথম টেস্টে সিলেটে দুর্দান্ত এক জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর গত ৬ তারিখে শুরু হয়ে দ্বিতীয় এবং শেষ টেস্ট। তবে বৃষ্টির কারণে গতকাল এ ম্যাচের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। ভেস্তে গেছে আজ তৃতীয় দিনের প্রথম সেশনের খেলাও। তবে বেলা ১২টায় খেলা শুরুর পর কিউইদের ষষ্ঠ উইকেট তুলে নিতে খুব একটা বেগ পেতে হয়নি টাইগারদের। প্রথমে মিচেলকে ফেরানোর পর স্যান্টনারকেও ফিরিয়েছেন নাইম হাসান। তবে এরপরই যেন জ্বলে উঠে কিউই ব্যাটিং। গ্লেন ফিলিপসের ৮৭ রানের ঝড়ো ইনিংসে লিড নিয়েই প্রথম ইনিংস শেষ করেছে সফরকারীরা। ৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই দুই উইকেট হারায় টাইগাররা। এরপর তৃতীয় দিনে আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়ায় নি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আরেক ওপেনার জাকির হাসান।

দুই বাঁহাতি ব্যাটার মিলে টাইগারদের রানের চাকা ভালোভাবেই সচল রাখছিলেন। তবে ইনিংসের অষ্টম ওভারে টিম সাউদির বলে ব্যক্তিগত ১৫ রান করে সাজঘরে ফিরেন শান্ত। দলীয় ৩৮ রানে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। এরপর আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ ঘোষণা করে আম্পায়াররা। ফলে তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৮ রান। কিউইদের থেকে টাইগাররা ৩০ রানে এগিয়ে হাতে আছে ৮ উইকেট।

এদিকে আজ খেলা শুরু হওয়ার পর কিউইদের হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন ডেরিল মিচেল এবং গেøন ফিলিপ্স। তবে এ দুজন খুব বেশিদূর এগিয়ে নিতে পারেননি দলকে। নাইম হাসানের বলে উড়িয়ে মেরেছিলেন মিচেল। তবে দুর্দান্ত এক ক্যাচে মুঠোবন্দী করেন মেহেদী মিরাজ।

এরপর ক্রিজে ফিলিপ্সের সঙ্গী হন মিচেল স্যান্টনার। তবে তিনিও আজ ইনিংস বড় করতে পারেননি। নাইমের বলেই স্লিপে অধিনায়ক শান্তর মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন তিনি। এদিকে এক প্রান্তে উইকেট হারালেও অপরপ্রান্তে থাকা ফিলিপ্স আজ দ্রুত দলের রান বাড়িয়েছেন।

স্যান্টনার ফেরার পর ক্রিজে ফিলিপ্সের সঙ্গী হন কাইল জেমিসনকে। এই টেইল এন্ডার ব্যাটারকে নিয়ে স্কোরবোর্ডে দ্রুত ৫৫ রান যোগ করেন ফিলিপ্স।টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিংয়ে দ্রুত রানের চাকা ঘোরান তিনি। জেমিসন ফেরার পর টিম সাউদির সঙ্গেও তিনি গড়েন ২৮ রানের জুটি। ফলে বাংলাদেশের ১৭২ রান টপকে সহজের লিড পায় সফরকারীরা।

তবে লিড পেলেও তা এক অঙ্কের উপরে নিয়ে যেতে পারেননি ফিলিপ্স। ৭২ বলে ৮৭ রান করার পর শরীফুল ইসলামের বলে উইকেট রক্ষক সোহানের গøাভসবন্দী হয়ে সাজঘরে ফিরেন তিনি। ফলে নিউজিল্যান্ড বাংলাদেশের চেয়ে ৮ রানে এগিয়ে থেকে ১৮০ রানেই অল আউট হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com