সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন
চলতি ২০২৩ সালে গত সাত বছরে মধ্যে সর্বোচ্চ ১৪ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ১০ জন। আজ রোববার (১০ ডিসেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের প্রতিষ্ঠান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটি ‘নিপাহ ভাইরাসের বিস্তার এবং ঝুঁকি বিষয়ক অবহিতকরণ’ শিরোনামে আলোচনার আয়োজন করেছিল।
২০০১ সালে দেশে প্রথম নিপাহ ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ওই বছর থেকে এ সময় পর্যন্ত ২৪০ জনের মৃত্যু হয়েছে। শতকরা হিসাবে যা মোট রোগীর ৭১ শতাংশ।
সভায় জানানো হয়, ভাইরাসজনিত রোগটি সারা দেশের ৩৪টি জেলায় ছড়িয়েছে। এখন পর্যন্ত মোট ৩৩৯ জন আক্রান্ত হয়েছেন।
চলতি বছর সারা দেশের মোট সাত জেলায় ১৪টি সংক্রমণের ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রথমবারের মতো নরসিংদী জেলায় সংক্রমণ পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, নতুন করে শঙ্কার কারণ এটি। এতদিন শুধু উত্তরাঞ্চলে সংক্রমণ ঘটছে ধারণা করা হলেও এখন নিপাহ ভাইরাসের দেশের মধ্য অঞ্চলে পাওয়া যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. মিরজাদী সেব্রিনা ফ্লোরা, ওয়ান হেলথের ড. নিতিশ দেবনাথ, স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবুল হোসেন মঈনুল হোসেন, এমআইএসের পরিচালক অধ্যাপক শাহদাত হোসেন প্রমুখ।