শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন

যে দেশের ফুটবলের জন্য পুমার দরজা বন্ধ

ফিলিস্তিনের গাজায় উপত্যকায় নিরীহ ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিবাদে ইসরায়েলের জাতীয় ফুটবলকে স্পন্সরশীপ দেওয়া বন্ধ করেছে জার্মানির বহুজাতিক কোম্পানি পুমা।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনে হামলা করে ইসরায়েল। সেই অভিযোগে মঙ্গলবার ইসরায়েল থেকে স্পন্সরশীপ সরিয়ে নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন পুমার মুখপাত্র।

২০২৪ সালে ইসরায়েলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল পুমার। এরপর চুক্তি নবায়নের সুযোগ থাকলেও সেখান থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে কোম্পানিটি। যে কারণে ইসরায়েলের সঙ্গে এটিই হতে যাচ্ছে পুমার শেষ চুক্তি।

যদিও নতুন করে কাদের সঙ্গে চুক্তি করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি জার্মান ভিত্তিক জুতা ও ক্রীড়া পোশাক নির্মাণকারী প্রতিষ্ঠানটি।

এর আগে চলতি বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনে সশস্ত্র হামলা চালায় দখলদার ইসরায়েল। সবশেষ অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা সীমান্তে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি মেডিকেল সূত্র জানিয়েছে, সেখানে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এর মধ্যে সাত শিশু এবং কমপক্ষে পাঁচ নারী রয়েছেন। এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com