শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন
প্রধানমন্ত্রী জাতীয় পার্টিকে বিশ্বাস করে কিনা সেটি উনার বিষয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চুন্নু বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন কিনা সেটি নিয়ে জাতীয় পার্টির কিছু বলার নেই। তবে আমরা এটি বলতে পারি জাতীয় পার্টি নির্বাচন করার জন্য এসেছে; নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য নয়।
তিনি বলেন, আমরা নির্বাচন কমিশন ও সরকারের কাছে সুষ্ঠু ভোটের পরিবেশ চেয়েছি।