বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন
বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের অবরোধ কর্মসূচি চলছে মঙ্গলবার সকাল থেকে। চলবে আগামী কাল পর্য।ন্ত । এরমধ্যে রাজধানীতে চলছে গণপরিবহণসহ বিভিন্ন যানবাহন। তবে অন্যদিনের তুলনায় কম।
এদিকে রাজধানীর গুলিস্তানে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা ১৮ মিনিটে এই তথ্য পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে দুটি ইউনিট আগুন নির্বাপণ করে। এর আগে সকাল ৯টা ৫৮ মিনিটের কাছাকাছি একটি বাসে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুর ১২টা ১৮ মিনিটে গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে সময় পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুনের খবর আসে। পরে আমাদের দুটি ইউনিট কাজ করে বাসের আগুন নির্বাপণ করে। এর আগে আন্ডার গ্রাউন্ড মার্কেটের কাছে আরও একটি বাসে আগুন লাগে। সেখানেও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে।