শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

ভৈরবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন

আজ মঙ্গলবার কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার মেয়র আলহাজ¦ ইফতেখার হোসেন বেনু পৌর মাতৃসদনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মেদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচীর উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, এই কর্মসূচীর আওতায় উপজেলায় মোট ৫৪ হাজার ৪শ ৯৪জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ১শ ৭৫জন শিশুকে “নীল” ক্যাপসুল আর ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ৪৮ হাজার ৩শ ১৯জন শিশুকে খাওয়ানো হবে “লাল” ক্যাপসুল।

কর্মসূচী বাস্তবায়নে উপজেলার ৭টি ইউনিয়নের ২১টি ওয়ার্ডে ১৬৯টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কাজে ৫৬জন স্বাস্থ্যকর্মী, ৩শ ৩৬জন স্বেচ্ছাসেবী এবং ২৮জন সুপারভাইজার নিয়োজিত আছেন। আর সার্বিক পর্যবেক্ষণে আছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. বুলবুল আহম্মেদ।

এদিকে পৌরসভার ১২টি ওয়ার্ডে ৭৪টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন ১শ ৪৮ স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী। তাদের তদারকি করবেন ৪ জন সুপারভাইজার। পৌর স্বাস্থ্য পরিদর্শক নাসিমা বেগম থাকবেন সার্বিক পর্যবেক্ষণে। আজ থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলবে আগামী ৪দিন পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com