শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বিরুদ্ধে দায়ের করা সাত মামলায় জামিন চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আবেদন করা হয়েছে আজ বুধবার (১৩ ডিসেম্বর)।
মির্জা ফখরুল ইসলামের আইনজীবী জয়নুল আবেদিন বণিক বার্তাকে বলেন, মির্জা ফখরুলের নামে থাকা অন্য সাতটি মামলায় কোনো শুনানি দেখাচ্ছে না। সেজন্য আজ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে জামিন আবেদন করা হয়েছে।
এর আগে গত ২৯ অক্টোবর রমনা মডেল থানায় প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে মামলাটি করা হয়। ওইদিনউ গ্রেফতার হন মির্জা ফখরুল। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন আবেদন করা হয়। আদালত সেদিন তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।