সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

ইন্দোনেশিয়ার ই-কমার্স সংস্থায় ১৫০ কোটি ডলার বিনিয়োগ টিকটকের

ইন্দোনেশিয়ার গোটু নামের ই-কমার্সে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করবে টিকটক। কয়েক মাস আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটি সামাজিক প্লাটফর্ম ভিত্তিক অনলাইন কেনাকাটা স্থগিত করে। এ কারণে নতুন কৌশলে এগোচ্ছে চীনের সংস্থাটি। খবর রয়টার্স।

গত অক্টোবরে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ ও ব্যবহারকারীদের ডেটা সুরক্ষার জন্য সামাজিক মাধ্যমে কেনাকাটা নিষিদ্ধ করে জাকার্তা।

জনপ্রিয় এ শর্ট ভিডিও অপারেটর বছরের শুরুতে টিকটক শপ চালু করেছিল। যা ইন্দোনেশিয়ার দ্রুত বর্ধনশীল অনলাইন ব্যবসাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়।

ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় ই-কমার্স প্লাটফর্ম গোটু পরিষেবায় নানান ধরনের খাত অন্তর্ভুক্ত আছে। এর মধ্যে টোকোপিডিয়া দিয়ে থাকে রাইড-শেয়ারিং, ডেলিভারি ও আর্থিক সেবা।

এ চুক্তির অধীনে টোকোপেডিয়ায় ৭৫ দশমিক ১ শতাংশ কিনে নেবে টিকটক। এ বাবদ খরচ হবে ৮৪ কোটি ডলার।

আজ সোমবার (১১ ডিসেম্বর) এ পদক্ষেপকে ‘কৌশলগত অংশীদারিত্ব’ হিসেবে এক বিবৃতিতে উল্লেখ করে সংস্থা দুটি। তারা জানায়, শিগগিরই যৌথ কার্যক্রম শুরু হবে।

ইন্দোনেশিয়ার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ব্যবহারকারী ২৭ কোটির বেশি। চীনের বাইটড্যান্সের মালিকানাধীন টিকটকের ব্যবহারকারী ১২ কোটি ৪০ লাখ। বৃহৎ এ ব্যবহারকারীকে ই-কমার্স আয়ের উৎস হিসেবে নিতে চাইছে টিকটক।

২০২৪ সালের প্রথম প্রান্তিকে দুই সংস্থার মধ্যে আর্থিক লেনদেন সম্পন্ন হবে। এ ব্যবসায় ১৫০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে টিকটক।

ইন্দোনেশিয়ার ই-কমার্স বাজারে টোকোপিডিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী হলো সিঙ্গাপুরের শোপি ও চীনা জায়ান্ট আলিবাবার লাজাদা।

চলতি বছরে ইন্দোনেশিয়ার ই-কমার্স শিল্পের লেনদেন ছয় হাজার ২০০ কোটি ডলার মতো। যা ২০৩০ সাল নাগাদ ১৬ হাজার কোটি ডলারে পৌঁছাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com