রবিবার, ১৫ Jun ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বৈশ্বিক বাণিজ্য গত বছর রেকর্ড স্পর্শ করেছিল। আগামী পাঁচ বছরের মধ্যে জ্বালানিটির বাণিজ্য আরো ২৫ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। পরিমানের দিক থেকে জ্বালানিটির বার্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৫০ কোটি টনে। ইন্টারন্যাশনাল এনার্জি ফোরামের (আইইএফ) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
‘ফ্রেজাইল ইকুইলিব্রিয়াম: এলএনজি ট্রেড ডায়নামিকস অ্যান্ড মার্কেট রিস্কস’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক এলএনজি আমদানিতে জাপানকে ছাড়িয়ে শীর্ষস্থানে উঠে এসেছে চীন। অন্যদিকে চলতি বছর যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ এলএনজি রফতানিকারক দেশে পরিণত হয়েছে।