শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন
কোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সভা সমাবেশের বিষয়ে নির্বাচন কমিশনের কোনো বক্তব্য নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। বুধবার (১৩ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আলমগীর বলেন, যে কোনো দেশে যেকোনো পক্ষের শান্তিপূর্ণ সমাবেশ বা বক্তব্য দেয়ার অধিকার আছে। এ বিষয়ে সরকার যেখানে অনুমতি দেবে তারা সেখানে সভা সমাবেশ করবে। আমাদের বক্তব্য হলো নির্বাচনে বাধা সংক্রান্ত সভা-সমাবেশ করা যাবে না। যে সব কর্মসূচি নির্বাচনের পথে হুমকি বা বাধা দিয়ে এসব কর্মসূচি করা যাবে না।