শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন
নতুন ওয়্যারেবল ডিভাইস আনতে যাচ্ছে স্যামসাং। গ্যালাক্সি ফিট ৩ নামে নতুন এ স্মার্টওয়াচ শিগগিরই বাজারে আসবে বলে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে। খবর টেক টাইমস।
নতুন এ ফিটনেস ট্র্যাকারটি নিয়ে এরই মধ্যে বেশ আলোচনা হয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনগুলোয় বলা হয়েছে, নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে একই নামের একটি ডিভাইস সম্প্রতি ব্লুটুথ এসআইজি ডাটাবেজে পাওয়া গেছে।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছর নতুন এ ওয়্যারেবল ডিভাইস বাজারে আসার সম্ভাবনা নেই। ফলে বিশ্ববাজারে ডিভাইসটি পাওয়ার জন্য ব্যবহারকারীদের ২০২৪ সালের শুরুর দিক পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্যামস্যাং গ্যালাক্সি ফিট ৩ স্মার্টওয়াচে কী নতুন ফিচার থাকছে তা এখনো খোলাসা করেনি দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি জায়ান্ট। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্লুটুথ এসআইজির ডাটাবেজের অধীনে এটি ব্লুটুথ ৫.৩ ফিচারযুক্ত হবে। এছাড়া ডিভাইসটি সম্পর্কে আর কিছু জানা যায়নি।
ফিট সিরিজ ছাড়াও গ্যালাক্সি ওয়াচ সিরিজে সম্প্রতি ৫ উন্মোচন করা হয়েছে। অ্যাপল ওয়াচের বিকল্প হিসেবে স্যামসাংয়ের এ সিরিজের বেশ জনপ্রিয়তা রয়েছে। ফিট সিরিজের ডিভাইসে গ্যালাক্সি ওয়াচের মতো ফিচার না থাকলেও ফিটনেসের জন্য পর্যাপ্ত সুবিধা রয়েছে।