বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

ডানেডিনে রোববার প্রথম ওয়ানডে খেলতে নামছে আত্মবিশ্বাসী বাংলাদেশ

বাংলাদেশ সময় রোববার ভোর ৪টায় ডানেডিনে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি হবে দুটি দল। এই দুটি সিরিজই জিততে চায় বাংলাদেশ।

এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচগুলো যথাক্রমে ১৭, ২০ ও ২৩ ডিসেম্বর। এরপর ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর তিনটি টি২০ ম্যাচে মুখোমুখি হবে টাইগার ও কিউইরা।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় দুটি সিরিজেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

সদ্যই ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ। সিরিজটি ১-১-এ ড্র হয়। বিশ্বকাপের আগে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে কিউইদের হারায় বাংলাদেশ।

এদিকে, কাইল জেমিসনের ‘কাভার’ হিসেবে বেন সিয়ার্সেকে নিউজিল্যান্ড দলে ডাকা হয়েছে। কালই তার অভিষেকও হয়ে যেতে পারে। বাংলাদেশ সফরে খানিকটা চোট পান জেমিসন। যদিও সেটি ‘গুরুতর’ নয় বলে জানায় নিউজিল্যান্ড ম্যানেজমেন্ট।

গতকাল শুক্রবার ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়। সকালে আইকনিক ডানেডিন রেলওয়ে স্টেশনের সামনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ট্রফি নিয়ে ফটোসেশন করেন বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত ও স্বাগতিক দলনায়ক টম ল্যাথাম।

ওয়ানডের পর টি২০ সিরিজ। এই দুটি সিরিজেই স্বাগতিকদের হারাতে চান শান্ত। শুক্রবার সিরিজের ট্রফি উন্মোচন শেষে নাজমুল বলেছেন, ‘দল হিসেবে আমরা সিরিজ জিততে মুখিয়ে আছি। আমাদের দলটা ভালো। গত বছর আমরা এখানে একটি টেস্ট জিতেছি। এবার ওয়ানডে ও টি-২০ সিরিজ জেতা আমাদের লক্ষ্য। যদি জিততে পারি, দারুণ হবে।’

নিউজিল্যান্ড একাদশকে প্রস্তুতি ম্যাচে হারিয়ে উজ্জীবিত বাংলাদেশ। সে কথা স্মরণ করিয়ে দিয়ে শান্ত বলেন, ‘ছেলেরা প্রস্তুতি ম্যাচে খুব ভালো খেলেছে। উইকেটটা খুব ভালো ছিল। প্রস্তুতি অনুযায়ী সবাই সবার কাজটা ঠিকভাবে করেছে। সব মিলিয়ে দারুণ একটা প্রস্তুতি ম্যাচ হয়েছে। সবাই এই সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী।’

আজ সংবাদমাধ্যমকে কন্ডিশন নিয়ে বাংলাদেশ দলনায়ক বলেন, ‘কন্ডিশনটা খুব ঠান্ডা। তবে এ নিয়ে কোনো অজুহাত দিতে চাই না। কারণ, এখানে এর আগেও এসেছি আমরা। সবার কন্ডিশন সম্পর্কে ধারণা আছে। কাজেই আশাকরি, কালকে (রোববার) এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে না।’

উইকেট নিয়ে তিনি বলেন, ‘এখানে তো নরমালি পেস বোলারদের জন্য সুবিধা থাকে। কিন্তু এ সম্পর্কে খুব বেশি তথ্য দিতে চাই না। কারণ দেয়াটা উচিতও হবে না। আর আমাদের টিম কম্বিনেশনও প্রায় একই।  কাল যখন আমরা খেলাটা শুরু করব তখনই দেখতে পারবেন।’

নিউজিল্যান্ড জয় করা নিয়ে তিনি বলেন, ‘আমাদের বাংলাদেশ টিম আগে যতবারই এসেছে করতে পারেনি। কিন্তু কোনো না কোনো গ্রুপকে তো সেটা করতে হবে। আমার মনে হয়, এই গ্রুপটার সেই এবিলিটি আছে। সবাই বিশ্বাস করে যে, এবার আমাদের ভিন্ন রেজাল্ট হবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com