বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’-খ্যাত তারকা ম্যাথিউ পেরিকে বাথটাবে মৃত পাওয়া গেছে- গত ২৮ অক্টোবর এভাবে প্রকাশ হয় মৃত্যুর খবর। বিষয়টি স্বাভাবিকভাবে না নিয়ে কেউ কেউ ‘অন্যকিছু’ সন্দেহ করেছিলেন। ময়নাতদন্ত প্রতিবেদনে সেই ‘অন্যকিছু’ হয়ে এল পার্শ্বপ্রতিক্রিয়ার খবর।
তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে সিএনএন বলছে, কেটামিনের তীব্র প্রভাবে মৃত্যু হয় পেরির। সাধারণত বিষণ্নতা ও উদ্বেগের প্রভাব এড়াতে এ ওষুধ সেবন করেন ভুক্তভোগীরা।
লস অ্যাঞ্জেলেস মেডিকেল এক্সামিনারের অফিস গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে।
সেখানে বলা হয়, ম্যাথিউ পেরির রক্তে কেটামিনের অস্তিত্ব পাওয়া গেছে। এর পরিমাণ ছিল সহনশীল পর্যায়ের চেয়ে উচ্চমাত্রার। যা মূলত কার্ডিওভাসকুলার ওভারস্টিমুলেশন ও শ্বাসকষ্টের জন্য দায়ী। তবে প্রতিবেদনে অনাকাঙ্ক্ষিত এ মৃত্যুকে দুর্ঘটনা বলে ঘোষণা করা হয়েছে।
পেরিকে তার মালিবুর বাড়ির বাথটাবে ভাসমান অবস্থায় পাওয়া যায়। স্থানীয় ফায়ার সার্ভিসের এক মুখপাত্র ওই সময় জানান, ৫৪ বছর বয়সী অভিনেতাকে জ্যাকুজিতে একা ও অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত প্রতিবেদনে আরো বলা হয়, বিষণ্নতা ও উদ্বেগের কারণে তিনি কেটামিন ইনফিউশন থেরাপি গ্রহণ করতেন। পেরি শেষবার মৃত্যুর দেড় সপ্তাহ আগে চিকিৎসকের কাছে যান।
প্রতিবেদনে বলা হয়, চেতনানাশক হিসেবে চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবহার হয় কেটামাইন।