বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন

ইসরাইলিদের গুলিতে গাজায় ৩ বন্দী নিহত

উত্তর গাজায় ইসরাইলি সৈন্যদের গুলিতে তিন ইসরাইলি বন্দী নিহত হয়েছে। তারা শত্রুপক্ষের লোক মনে করে ইসরাইলিদেরই গুলি করেছিল। শুক্রবার সকালে শেজাইয়া এলাকায় এই ঘটনা ঘটে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি শুক্রবার সন্ধ্যায় ঘোষণা করেন, তাদের সৈন্যরা ভুল করে তিন ইসরাইলি পণবন্দীকে গুলি করে হত্যা করেছে।

তিনি জানান, এই ‘মর্মান্তিক ঘটনর’ পুরো দায় ইসরাইলি বাহিনী গ্রহণ করছে। তিনি বলেন, ওই এলাকায় তাদের সৈন্যরা অনেক ‘আত্মঘাতী বোমা হামলাকারীসহ’ অনেক হামাস সদস্যের মোকাবেলা করছিল।

হ্যাগারি বলেন, নিহত তিন বন্দী হলেন ওয়োতাম হাইম, সামার ফৌয়াদ তালালকা এবং অ্যালোন শামরিস। হামাস যোদ্ধারা গত ৭ অক্টোবর ইসরাইল থেকে তাদের আটক করেছিল।

যে এলাকায় ঘটনাটি ঘটে, সেখানে সাম্প্রতিক সময়ে কয়েকবার ভয়াবহ লড়াই হয়।

এদিকে শুক্রবার ইসরাইলি বাহিনী স্বীকার করেছে যে তাদের আরো তিন সৈন্য নিহত হয়েছে। এর ফলে গাজায় স্থল হামলা শুরুর পর তাদের মোট ১১৯ সৈন্য নিহত হলো।

এদিকে গাজা থেকে ইসরাইলে রকেট হামলাও অব্যাহত রয়েছে। হামাসের সামরিক শাখা এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে।

সূত্র : টাইমস অব ইসরাইল, আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com