সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
প্রায় এক বছর পর অধিনায়ক হয়ে নিউজিল্যান্ড টি২০ দলে ফিরলেন কেন উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি২০ সিরিজ সামনে রেখে আজ ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্ল্যাক ক্যাপসরা।
উইলিয়ামসন সর্বশেষ আন্তর্জাতিক টি২০ খেলেছেন গত বছর নভেম্বরে ভারতের বিপক্ষে। চোটে ভোগার পর এ বছর অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। সম্প্রতি বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেললেও ঘরের মাঠে ওয়ানডে সিরিজে তিনি বিশ্রাম নেন।
টি২০ দলে ফিরেছেন অলরাউন্ডার জেমস নিশাম, যিনি ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ টি২০ সিরিজ খেলেননি। দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার বেন সিয়ার্সও।
এদিকে, চলতি ওয়ানডে সিরিজের পর টি২০ সিরিজেও বিশ্রাম দেয়া হয়েছে ওপেনিং ব্যাটার ডেভন কনওয়েকে। মাইকেল ব্রেসওয়েল, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি ও হেনরি শিপলি চোটের কারণে দলে নেই। বোর্ডের চুক্তিতে না থাকা ট্রেন্ট বোল্ট ওয়ানডের পর টি২০ সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন।
২৭ ডিসেম্বর নেপিয়ারে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। কিউই খেলোয়াড়রা এই সিরিজ সামনে রেখে বক্সিং ডেতে একত্রিত হবেন।
নিউজিল্যান্ড টি২০ দল
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।