বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন

আব্রামের অভিনয় দেখে অশ্রুসিক্ত শাহরুখ খান

বাবা শাহরুখ খানকে অনুসরণ করে খান পরিবারের সব থেকে ছোট সদস্য আব্রাম খান মঞ্চে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে নাম লিখিয়েছে। এর কিছুদিন আগে ওটিটি-র মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে মেয়ে সুহানা খানের।

মঞ্চ নাটকের মাঝে আব্রাম খান বাবা শাহরুখের কায়দায় হাত ছড়িয়ে পোজও দেন। শাহরুখ তখন চোখে অশ্রু নিয়ে দর্শক আসনে বসে আনন্দে আত্মহারা হন।

সম্প্রতি শাহরুখ পুত্রর মঞ্চে অভিনয়ের এই ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ছোট্ট আব্রাম মঞ্চে পারফর্ম করেছে, রয়েছে দীর্ঘ ডায়লগও। আর শাহরুখ খান ও গৌরী খান দর্শকাসনে বসে ছেলের এই পারফরম্যান্স মুগ্ধ হয়ে দেখছেন।

জানা যায়, শাহরুখ খানের ছেলে আব্রামের এটি স্কুলে ছিল বার্ষিক অনুষ্ঠান। সেখানে নাচ, গানের পাশাপাশি হয় নাটকও। আব্রাম অংশ নেয় নাটকে। ছেলের অভিনয় দেখতে স্কুলের অনুষ্ঠানে পৌঁছেছিলেন শাহরুখ, গৌরী আর বোন সুহানা খানও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com