বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

শিবলির সেঞ্চুরিতে বড় সংগ্রহ বাংলাদেশের

যুব এশিয়া কাপে রান উৎসব চলছেই আশিকুর রহমান শিবলির। আবার সেঞ্চুরি করেছেন বাংলাদেশ যুব দলের এই ব্যাটার। আগের চার ম্যাচে একটি সেঞ্চুরি সহ দুটি হাফসেঞ্চুরি ছিল তাঁর। ফাইনালের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও গ্রুপ পর্বের ম্যাচেও তিনি করেছিলেন হাফসেঞ্চুরি।

সেই আমিরাতের বিপক্ষে ফাইনালেও তিন অংকের জাদুকরী স্কোর ছুঁলেন আশিকুর রহমান। আশিকুরের শতরানের সঙ্গে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলামের হাফসেঞ্চুরিতে ২৮২ রানের বড় স্কোর গড়েছে বাংলাদেশ যুবারা। এর আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে আশিকুর করেছিলেন ১১৬ রানের অপরাজিত সেঞ্চুরি। এবারের যুব এশিয়া কাপে ওটাই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।

নিজের ওই ইনিংসটাও ফাইনালে ছাড়িয়ে গেলেন তিনি। এবার ১২৯ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেছেন আশিকুর। ১৪৯ বলে ১২টি চার এবং ১টি ছক্কায় ইনিংসটিসাজিয়েছেন আশিকুর রহমান শিবলি। আসরের সর্বোচ্চ স্কোরারও কিন্তু আশিকুর রহমান শিবলি। পাঁচ ম্যাচে দুটি সেঞ্চুরি এবং দুটি হাফসেঞ্চুরিতে করেছেন সর্বোচ্চ ৩৭৮ রান।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৪ রানে জিসান আলমকে হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়ে দলকে শুরুর ধাক্কা সামলে দলকে দারুণ ভিতে দাঁড় করিয়ে দেন আশিকুর রহমান শিবলি এবং চৌধুর মোহাম্মদ রিজওয়ান। তাঁরা দুজনে মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেছেন ১২৫ রান। এরপর আরিফুল ইসলামের সঙ্গে আশিকুরের আরেকটি হাফসেঞ্চুরির জুটি হলে দুইশ পেরোয়া বাংলাদেশের স্কোর।

৬টি চারে ৪০ বলে ৫০ রান করে আউট হয়ে যান আরিফুল। কিন্তু আশিকারের ব্যাটে ২৫০ ছাড়িয়েছে বাংলাদেশের স্কোর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com