শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে সারা দিনে একবার রিস্টার্ট বা শাট ডাউনের কথা বলা হয়ে থাকে। কম্পিউটারের ক্ষেত্রেও এ রকম বিষয় রয়েছে। ডিভাইসের সুরক্ষায় বা ভালো রাখতে এটি জরুরি। মাইক্রোসফটের উইন্ডোজ, ম্যাকওএসসহ সব অপারেটিং সিস্টেমেই রিস্টার্ট বা শাট ডাউন অপশন দেয়া হয়। তবে এ দুটি কমান্ডের কার্যকারিতা ও বিস্তারিত জানা প্রয়োজন। সাধারণ শাট ডাউন মানে কম্পিউটার বন্ধ করে দেয়া এবং রিস্টার্ট মানে পুনরায় চালু হওয়া। তবে এ দুটি ব্যাখ্যা ছাড়াও আরো বিস্তারিত বিষয় রয়েছে।
শাট ডাউন: সাধারণ অর্থে শাট ডাউন মানে কম্পিউটার বন্ধ করে দেয়া। কাজ শেষে বা কোনো সফটওয়্যার আপডেট শেষে এ কমান্ড দেয়া হয়ে থাকে। তবে উইন্ডোজ ৮ ও ১০-এর মাধ্যমে এ বিষয় দুটি প্রকাশ্যে এসেছে। আগে দুটো কমান্ডে প্রায় একই রকমের কাজ হতো। পরবর্তী সময়ে দুটো কমান্ড দুই ধরনের কাজ শুরু করে।