বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন

২৬২ কোটি রূপিতে ৭৭ খেলোয়াড় কিনবে ১০ ফ্র্যাঞ্চাইজি

বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে দুবাইয়ে শুরু হবে ২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরের নিলাম। এই প্রথম ভারতের বাইরে আইপিএল নিলাম হচ্ছে। এই নিলামে ২৬২ কোটি রূপি খরচ করে মোট ৭৭ জন খেলোয়াড় কিনতে পারবে ১০টি ফ্র্যাঞ্চাইজি। নিলামে উঠবেন মোট ৩৩৩ জন ক্রিকেটার।

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম নিলামের চূড়ান্ত তালিকায় থাকলেও শেষ মুহূর্তে নিজেদের সরিয়ে নেন তাসকিন ও শরিফুল। মুস্তাফিজ দল পেলে ২২ মার্চ থেকে ১১ পর্যন্ত খেলার অনুমতি পাবেন।

এবারের নিলামে সদ্য বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের চাহিদা তুঙ্গে থাকবে বলে ধারণা করা হচ্ছে। মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড ও প্যাট কামিন্সরা উচ্চ দর পাবেন বলে আশা করা হচ্ছে। ভারতীয় তারকাদের মধ্যে পেস অলরাউন্ডার শারদূল ঠাকুরও নিলামে উঠবেন আজ।

আজ সর্বোচ্চ বাজেট (৩৮.১৫ কোটি রূপি) নিয়ে নিলামে অংশ নেবে গুজরাট টাইটান্স। এছাড়া সানরাইজার্স হায়দরাবাদের ৩৪ কোটি, কলকাতা নাইট রাইডার্সের ৩২.৭ কোটি রূপি, চেন্নাই সুপার কিংসের ৩১.৪ কোটি রূপি, পাঞ্জাব কিংসের ২৯.১ কোটি রূপি, দিল্লি ক্যাপিটালসের ২৮.৯৫ কোটি রূপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ২৩.২৫ কোটি রূপি, মুম্বাই ইন্ডিয়ান্সের ১৭.৭৫ কোটি রূপি, রাজস্থান রয়্যালসের ১৪.৫০ কোটি রূপি ও লখনৌ সুপার জায়ান্টের ১৩.৫১ কোটি রূপি বাজেট অবশিষ্ট রয়েছে।

যাদের বাজেট কম, তারা এরই মধ্যে বেশি খরচ করে দল গুছিয়ে নিয়েছে। আজ তাই বাকিটা শক্তি প্রদর্শন করবে।

২০০৮ সালে শুরু হওয়া আইপিএলের ১৬ আসরে সর্বোচ্চ ৫ বার করে শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়া কলকাতা নাইট রাইডার্স দুবার এবং রাজস্থান, হায়দরাবাদ, গুজরাট টাইটান্স ও বিলুপ্ত দল ডেকান চার্জার্স একবার করে শিরোপা জিতেছে। ২০২৪ সালে মাঠে গড়াবে আইপিএলের ১৭তম আসর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com