বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

মঙ্গলবার রাতে কমলাপুর রেলওয়ে থানায় রেলওয়ের ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে মামলাটি করেন। রেলওয়ে পুলিশ ঢাকা জেলার এসপি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় বিশেষ ক্ষমতা আইন ও চারজনকে হত্যায় পৃথক অভিযোগ আনা হয়েছে। মামলা নং ৭। এ মামলায় আসামি অজ্ঞাত।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতাসহ হত্যায় দÐবিধির ৩০২ ধারায় মামলা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসহ চারজন নিহত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com