রবিবার, ১৫ Jun ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

সৌম্যর রেকর্ডে বাংলাদেশের বড় পুঁজি

প্রথম ম্যাচে কোনও রান না করেই ফিরেছিলেন। তার ফর্ম নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। লম্বা সময় রানখরায় থাকা সেই সৌম্যই পথ দেখালেন বাংলাদেশকে। সৌম্য সরকারকে কেন আবার জাতীয় দলে ফেরানো হয়েছে- স্বাভাবিকভাবেই সে প্রশ্ন উঠেছিল আবার। তার জবাব দিলেন ব্যাট হাতেই।

আক্ষরিক অর্থেই সৌম্যকে ঘিরে আবর্তিত হয়েছে বাংলাদেশের ইনিংস, তাঁর ১৬৯ রানের রেকর্ড রানের ইনিংসে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ তুলেছে ২৯১ রান। নিউজিল্যান্ডে সৌম্যর সুখস্মৃতি ছিল আগেও, তবে সেটি ঠিক সীমিত ওভারে নয়। টেস্টে শতক করেছেন, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ছিল ৫১ রানের দুটি ইনিংস। আজ স্যাক্সটন ওভালে পেয়ে গেলেন ওয়ানডে সেঞ্চুরি। শুধু তা-ই নয়, তামিম ইকবাল ও লিটন দাসের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ১৫০ পেরিয়েছেন। সময় নিয়ে ইনিংস গড়ার পর শট নির্বাচন, টাইমিং, প্লেসমেন্ট, এমনকি ভাগ্যের দিক থেকেও আজ সৌম্য ছিলেন দুর্দান্ত।

২০১৮ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আজকের সাক্সটন ওভাল। মাঝখানে ৫ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর সৌম্য পেলেন সেঞ্চুরির উষ্ণ ছোঁয়া। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে সৌম্য পৌঁছান ১১৬ বলে। নিউজিল্যান্ডে বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন সৌম্য। এর পর বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দেড়শ ছোঁয়া ইনিংস খেললেন সৌম্য সরকার। তামিম ইকবালের এই কীর্তি আছে দুইবার, লিটন দাসের একবার। তিন বলের মধ্েয জ্যাকব ডাফিকে দুটি চার মেরে ক্যারিয়ারে প্রথমবার সৌম্য স্পর্শ করেন দেড়শ রানের সীমানা।

ইনিংসের শেষ ওভারে গিয়ে সৌম্য যখন আউট হলেন তখন তার নামের পাশে ১৬৯ রান। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ১৫১ বলে ২২ চার ও দুই ছক্কায় খেলেন এ ইনিংস। যা নিউজিল্যান্ডে এশিয়ান ব্যাটার হিসেবে সর্বোচ্চ। তার অনবদ্য ইনিংসে বাংলাদেশের পুঁজি দাঁড়ায় ২৯১ রানের।

এর আগে ফিফটি থেকে মাত্র ৫ দূরে থাকতে আউট হন মুশফিকুর রহিম। ৫৭ বলে ৫ চারে ৪৫ রানের ইনিংস খেলেন মুশফিক। ৮০ রানে ৪ উইকেট হারানোর পর সৌম্য-মুশফিকের ৯১ রানের জুটিতেই বাংলাদেশ ইনিংসের ভিত রচিত হয়। মুশফিক আউট হওয়ার পর মিরাজের ১৯, তানজিমের ১৩ এবং রিশাদের ৬ রানের ইনিংসগুলো বাংলাদেশের পুঁজি বাড়াতে সাহায্য করে।

কিউই বোলারদের মধ্যে জ্যাকব ডাফি ও উইলিয়াম ও’রওরকে তিনটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান জশ ক্ল্যার্কসন, অ্যাডাম মিলনে ও আদিত্য অশোক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com