শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

নতুন প্রেমে তৃপ্তি!

‘পোস্টার বয়েস’ সিনেমার মাধ্যমে বলিউডের বড় পর্দায় অভিষেক হয় তৃপ্তি দিমরির। পরবর্তী সময়ে ২০১৮ সালে সাজিদ আলী পরিচালিত রোমান্টিক সিনেমা ‘লায়লা মজনু’তে প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান। যদিও এগুলোর কোনোটি দিয়েই তেমন পরিচিতি পাননি এই অভিনেত্রী। তবে আলোচনায় এসেছেন স¤প্রতি মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’ সিনেমা দিয়ে। রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে রীতিমতো চর্চায় চলে আসেন। রাতারাতি পান ‘জাতীয় ক্রাশ’-এর তকমা। এর মাঝেই জোর গুঞ্জন, প্রেমে পড়েছেন তৃপ্তি।

এক সময় অভিনেত্রী আনুশকা শর্মার ভাই ও তার প্রথম ছবি ‘বুলবুল’-এর প্রযোজকের প্রেমে পড়েন তৃপ্তি। ২০২২ সালের শেষ রাতে নিজের জীবনের ভালবাসার মানুষ কর্ণেশ শর্মার সঙ্গে আদরে মাখা ছবি দিয়ে সম্পর্কে সিলমোহর দেন অভিনেত্রী। কিন্তু হঠাৎই ছন্দপতন, সম্পর্কে চিড় ধরেছে তাদের।

শোনা যায়, বিচ্ছেদের পথে হাঁটছেন তারা! তার পরেই ‘অ্যানিমেল’-এ আকাশছোঁয়া সাফল্য। এবার শোনা যাচ্ছে নতুন করে প্রেমে পড়েছেন তৃপ্তি।

সম্প্রতি এক বিয়ে বাড়িতে যান অভিনেত্রী, সেখানেই জানাজানি হয় বিষয়টা। খবর, মডেল-ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তৃপ্তি। কিন্তু কে এই স্যাম? ২০০২ সালে একটি খ্যাতনামী সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী ছিলেন এই স্যাম। বর্তমানে গোয়ায় একাধিক হোটেলের মালিক তিনি।

সম্প্রতি স্যামের সঙ্গে নিজস্বীতে ধরা দিয়েছেন তৃপ্তি। তার পর থেকে তাদের সম্পর্ক নিয়ে জোর চর্চা চারপাশে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে শোনা যায়নি তৃপ্তিকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com