শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

গ্রামের বাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন দীপু মনি

গ্রামের বাড়ি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন, চাঁদপুর-৩ আসনের নৌকার প্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোটসুন্দর গ্রাম থেকে শুরু নির্বাচনী প্রচারণা।

এসময় ডা. দীপু মনির পূর্ব পুরুষ এবং এলাকার বিশিষ্টজনের কবর জিয়ারত করেন। পরে বেশ কয়েকটি উঠান বৈঠকে যোগ দেন তিনি। সঙ্গে বাদ দেননি কুশল বিনিময়ও।

এসময় নৌকার প্রার্থী ডা. দীপু মনি বলেন, এবারে যেমনটি করেছি- নিজ এলাকা থেকে। অতীতেও ঠিক একইভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলাম। আপনারা আমাকে ভোটদিয়ে বার বার নির্বাচিত করেছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। নৌকার বিজয় মানে আপনাদের বিজয়। আপনারা আমাকে আবারো নৌকায় ভোট দিয়ে সেবা করার সুযোগ করে দিবেন। চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠোন বৈঠকে এলাকাবাসীর কাছে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন ডা. দীপু মনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com