বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন

ইন্টেলের কোর প্রসেসরসহ গিগাবাইটের নতুন দুই ল্যাপটপ

সম্প্রতি কোর আল্ট্রা মোবাইল প্রসেসর উন্মোচন করেছে ইন্টেল। এটি মিটিয়র লেক নামেও পরিচিত। প্রসেসর আসার পর অরিজিনাল ইকুইপমেন্ট উৎপাদনকারীরা (ওইএম) নতুন ল্যাপটপ বাজারজাত শুরু করেছে। যাদের মধ্যে গিগাবাইটই প্রথম দুটি ডিভাইস উন্মোচন করেছে।

চলতি বছরের জন্য অরাস ১৭ ও ১৫ ল্যাপটপের রিফ্রেশড ভার্সন নিয়ে এসেছে গিগাবাইট। এতে এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজ গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) ও ইন্টেলের নতুন কোর আল্ট্রা ৭ প্রসেসর রয়েছে। কোম্পানির দাবি অরাস ১৭ ও ১৫ ল্যাপটপ দুটি গেমিং ও সৃজনশীল কাজের জন্য ভালো। এতে বর্ধনযোগ্য ডিডিআর৫ মেমোরি রয়েছে। ডিভাইসগুলোয় ইন্টেলের কোর আল্ট্রা ৭ প্রসেসর রয়েছে, যাতে ইন্টেলের এআই বুস্ট ইঞ্জিন রয়েছে। এটি ব্যাটারির ব্যাকআপ বাড়াতে সহায়ক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com