শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন

গিলকে পেছনে ফেলে ফের শীর্ষে বাবর

বিশ্বকাপে দারুণ খেলা শুভমান গিলকে পেছনে ফেলে আবার শীর্ষে উঠেছেন বাবর আজম। বুধবার আইসিসি প্রকাশিত ওয়ানডে ব্যাটসম্যানদের সর্বশেষ র‌্যাংকিংয়ে শীর্ষে অবস্থান নিয়েছেন বাবর। দুইয়ে নেমে গেছেন গিল। মূলত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে না থাকায় গিল পেছনে পড়ে গেলেন। ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে বাবর নাম্বার ওয়ান, আর ৮১০ রেটিং নিয়ে গিল আছেন দ্বিতীয় স্থানে। আর ৭৭৫ রেটিং নিয়ে বিরাট কোহলি তৃতীয় এবং ৭৫৪ রেটিং নিয়ে রোহিত শর্মা আছেন চতুর্থ স্থানে।

ওয়ানডেতে শীর্ষে ফিরলেও টেস্ট র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে বাবরের। অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান উসমান খাজা তিনধাপ উন্নতি করে ৮০৮ পয়েন্ট নিয়ে আছেন চতুর্থ স্থানে। তাতে পঞ্চম স্থানে নেমে গেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে সুবিধা করতে পারেননি বাবর। প্রথম ইনিংসে ২১ ও দ্বিতীয় ইনিংসে করেন ১৪ রান।

৮৬৪ রেটিং নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। জো রুট দ্বিতীয় ও স্টিভেন স্মিথ আছেন তৃতীয় স্থানে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com