সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন

দ্বিতীয় বঙ্গবন্ধু কূটনৈতিক টেনিস কাপ জিতল ডেনমার্ক

দ্বিতীয় বঙ্গবন্ধু কূটনৈতিক টেনিস কাপের শিরোপা জিতেছে ডেনমার্ক (দূতাবাস)। রানার্সআপ হয়েছে পাকিস্তান হাইকমিশনের দল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন) এবং বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ও চিফ অব প্রটোকল নাঈম উদ্দিন আহমেদ।

অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ডেনমার্ক, পাকিস্তান, রাশিয়া, সুইডেন, যুক্তরাজ্যের কূটনীতিক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সদিচ্ছা ও ঐক্যের প্রতীক হিসেবে এই টুর্নামেন্টে অংশ নেন।

বেশ কয়েকটি দেশের কূটনীতিকদের অংশগ্রহণ ইভেন্টটিকে সফল করে তোলে। যারা পুরো টুর্নামেন্ট জুড়ে অ্যাথলেটিক দক্ষতা, ক্রীড়াদক্ষতা এবং দুর্দান্ত দক্ষতা প্রদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com