সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

গাজায় ‘ভয়ংকর ক্ষুধায়’ দিন কাটাচ্ছে ৬ লাখ মানুষ

গাজায় ইসরায়েলি অবরোধের ফলে চরমে উঠেছে মানবিক বিপর্যয়। বাড়ছে খাদ্য সংকট। খাদ্য সংকটের ফলে গাজায় প্রতিদিন প্রায় ছয় লাখ বাসিন্দা ‘এক ভয়ংকর ক্ষুধায়’ দিন কাটাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি। খবর আনাদোলু এজেন্সি।

খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, গাজাবাসী তাদের সমস্ত সম্পদ ব্যবহার করেছে। জীবিকা শেষ হয়ে গেছে। দোকানগুলো খালি পড়ে আছে। লোকজন খাবার খুঁজে পাচ্ছে না। সেখানকার বাসিন্দারা বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মীদের জানিয়েছে, তারা প্রায়শই পুরো দিন না খেয়ে থাকে। অনেক প্রাপ্তবয়স্ক মানুষ ক্ষুধার্ত থাকে যাতে শিশুরা খেতে পারে। পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি, স্বাস্থ্য ও স্যানিটেশন সেবা দিতে না পারলে দুর্ভিক্ষের ঝুঁকি রয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন বলেছেন, আমরা এ বিষয়ে আগ থেকেই সতর্ক করে আসছি এবং আমরা ধারাবাহিকভাবে গাজয় খাদ্য সরবরাহের আহ্বান জানিয়েছি কারণ এখনের প্রতিটি মানুষই তীব্র খাদ্য সংকটের মধ্যে রয়েছে। এছাড়াও তিনি এ সংকট মোকাবেলায় সেখানে মানবিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছেন।

মহামারির আশঙ্কা করে ডব্লিউএফপির প্রধান অর্থনীতিবিদ আরিফ হোসাইন বলেন, গাজার বাসিন্দারা মহামারির খুব কাছাকাছি। পর্যাপ্ত পুষ্টিকর খাবার না পাওয়ায় তাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে। শিশু, মহিলা ও পুরুষদের মানবিক সংকটের যে মাত্রা তা নজিরবিহীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com