বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১০:০০ অপরাহ্ন
ভুয়া ও নিষিদ্ধ কনটেন্ট অপসারণে ব্যর্থ হওয়ায় গুগলকে জরিমানা করেছেন রাশিয়ার এক আদালত। জরিমানার পরিমাণ ৪৬০ কোটি রুবল (৫ কোটি ৮৪ লাখ ডলার)। ইউক্রেনে চলমান যুদ্ধ সম্পর্কিত কনটেন্টই হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। চরমপন্থী বিষয়ক কনটেন্ট ও অপপ্রচার বন্ধে ব্যর্থ হওয়ায় এ জরিমানা করা হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে। এর আগে নভেম্বরে ব্যবহারকারীদের তথ্য অভ্যন্তরীণ পর্যায়ে সংরক্ষণে ব্যর্থ হওয়ায় গুগলকে জরিমানা করেছিলেন মস্কোর একটি আদালত। —টাইমস অব ইন্ডিয়া