শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

বিএনপি অসহযোগের নামে মানুষ হত্যা করছে : শিক্ষামন্ত্রী

বিএনপি অসহযোগের নামে মানুষ হত্যা করছে। ট্রেনে, বাসে এবং ট্রাকে আগুন দিচ্ছে। জনগণকে ছাড়া অসহযোগ করা যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের চাঁদপুর-৩ আসনে প্রচারণায় অংশ নিয়ে উঠোন বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

দীপু মনি বলেন, বিএনপির সঙ্গে লোকজন দেখা যায় না। হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ঘোষণা দিয়ে, দুইজন-পাঁচজন নিয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করে নাশকতা করেন। অসহযোগ মানে এই নাশকতা নয়। যারা নাশকতা, সহিংসতা করে, যা যুদ্ধাপরাধী দোসর, তারা অসহযোগের মানেও বুজে না। কারণ জনগণের তাদের সঙ্গে নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com