বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১১:০০ অপরাহ্ন

পার্বতীপুরে নির্বাচনী জনসভায় ৬৪ জন বিএনপি কর্মী’র আ.লীগে যোগদান

দিনাজপুরের পার্বতীপুরে পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় স্হানীয় বিএনপির ৬৪ জন কর্মী আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌর আওয়ামী লীগ আয়োজিত আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বতীপুর-ফুলবাাড়ি নির্বাচনী এলাকার (১০-দিনাজপুর-৫) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য পদ-প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এর বিশাল নির্বাচনী জনসভায় এই ৬৪ জন বিএনপির কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

পার্বতীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক অভির সঞ্চালনায় ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সমাজের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন।

নৌকা মার্কার এই জনসভায় দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন, পার্বতীপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক বাবুল আক্তার বাবু’র নেতৃত্বে ৬৪ জন বিএনপির কর্মী এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে ভোটার আইডি কার্ডের ফটোকপি মোবাইল নাম্বারসহ ফুলেল তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। এসময় মোস্তাফিজুর রহমান ফিজার ৬৪ জন বিএনপির কর্মীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র কন্যা ফারহানা রহমান মুক্তা ও ফারজানা রহমান শিমলাসহ স্হানীয় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com