শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন

কর্ণফুলী চা বাগান ১০নং লাইন একতা সংঘ আদর্শ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কর্ণফুলী চা বাগান ১০নং লাইন একতা সংঘ আদর্শ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২৩ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

২২ ডিসেম্বর (শুক্রবার) বিকালে কর্ণফুলী চা বাগান সংলগ্ন ফেনুয়া বিলে ঝাকজমকপূর্ণ আয়োজন এবং হাজারো দর্শকের উপস্থিতিতে উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে কর্ণফুলী সবুজ সংঘ বনাম ১০নং লাইন একতা বন্ধন প্রতিদন্ধীতা করে।

সংগঠনের সভাপতি সুদার্শন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমল দে এর পরিচালনায় খেলার প্রধান অতিথি ছিলেন উদালিয়া চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন- সাবেক ইউপি সদস্য মো. আবুল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন- সহ সভাপতি সমীরণ গোয়ালা, সহ সাধারণ সম্পাদক ধঞ্জয়, অর্থ সম্পাদক গণেশ রায়, সিটু রাম, দৌলন, সজল, রুবেল, হারাধন, শশী কান্ত, শংকর সিং, আফেল, বিপ্লব, তপণ, মনষা, বিশু, সমন কমল, রবি লাল, মানিক সিং, সজিব, সবুজ, সুমন, সবুজ, ইন্দ্র কুমার, বড় মনি, আদেশ, জীবন, ইমন পাল, রুপন রায়, আকাশ রায়, সংকর, দুলাল সিং, জনি দে প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com