সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

সারা দেশে আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এমবিবিএস ভর্তি পরীক্ষা। এর এক মাস পর ৮ মার্চ হবে ডেন্টালের পরীক্ষা।

আজ রোববার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে এ সংক্রান্ত এক সভা শেষে ভর্তি পরীক্ষার দিনক্ষণ জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এমবিবিএসে ভর্তির জন্য ১১ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদনের সময় শেষ হবে ২৩ জানুয়ারি।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ৯ জানুয়ারি থেকে কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

জাহিদ মালেক জানান, এ বছর সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। গত বছরের চেয়ে এক হাজার ৩০টি আসন বেড়েছে। বেসরকারি মেডিকেলে আসন ছয় হাজার ৩৪৮টি। এছাড়া আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ৩৭৫টি আসন রয়েছে।

মন্ত্রী জানান, পরীক্ষার দিন পরীক্ষার্থীরা কেন্দ্র মোবাইল আনতে পারবেন না। কেন্দ্রের দায়িত্ব থাকারাও মোবাইল রাখতে পারবেন না।

জাহিদ মালেক বলেন, নির্বাচনের কথা মাথায় রেখে মেডিকেলে ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।

‘বিগত সময়ের মতো এবারো সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন সম্ভব হবে’ মন্তব্য করে মন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে স্বাস্থ্য খাতের উন্নয়ন দ্রুত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com