বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ১৪২ জাতিসংঘ কর্মীর

ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় সংস্থাটির ১৪২ জন কর্মী প্রাণ হারিয়েছে। খবর তাস’র।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা সামাজিক গণমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আমাদের অনেক দল গাজায় জরুরি সাহায্যের প্রয়োজন রয়েছে এমন লোকজনের সহায়তা করার জন্য অসম্ভব রকমের কাজ করে যাচ্ছে। আমরা গাজায় আরো ইউএনআরডব্লিউএ’র সহকর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করছি। বর্তমানে মৃত্যুর এই সংখ্যা বেড়ে ১৪২ জনে দাঁড়িয়েছে।
গত ৭ অক্টোবর গাজা উপত্যকা ভিত্তিক হামাস যোদ্ধাদের ইসরায়েলি ভূখ-ে নজিরবিহীন হামলায় অনেক ইসরায়েলি নাগরিক নিহত হয় এবং তারা নারী, শিশু এবং বৃদ্ধসহ ২শ’র বেশি ইসরায়েলিকে অপহরণ করে গাজায় নিয়ে যায়। গাজা সীমান্তের কাছে ইসরায়েলি কিবুতজ বাসিন্দাদের ওপর তারা এই হামলা চালায়।
এদিকে হামাস তাদের এমন হামলাকে জেরুজালেমের ওল্ড সিটির টেম্পল মাউন্টে অবস্থিত আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনমূলক পদক্ষেপের জবাব বলে বর্ণনা করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com