বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
২০২৩ সালে শাহরুখ খানের বৃহস্পতি তুঙ্গে। আট মাসের ব্যবধানে দু’দুটো ব্লকবাস্টার সিনেমা। বক্স অফিসে যখন খাবি খাচ্ছে বলিউডের নবীন প্রজন্মের সিনেমা তখন ৫ বছর বাদে পর্দায় প্রত্যাবর্তন করে একাই হিন্দি সিনে ইন্ডাস্ট্রির ব্যবসার গ্রাফ ঊর্ধ্বমুখী করেছেন কিং খান।
‘পাঠান’, ‘জাওয়ান’ হাজার কোটির ব্যবসা দেওয়ার পর স্বাভাবিকভাবেই অনুরাগীদের চোখ ছিল শাহরুখের নতুন ছবি ‘ডানকি’র দিকে। কিন্তু আগের দুই ব্লকবাস্টার ছবির মতো আশানুরূপ সাফল্য আনতে পারছে না ছবিটি। এদিকে শাহরুখ খান বলছেন, ‘এ বছর দর্শকদের এত আনন্দ দিয়েছি যে আগামী ২-৪ বছর নিশ্চিন্তে বিরতিতে থাকতে পারব।’
বছরের শুরুতেই ‘পাঠান’ দিয়ে বাদশাহী প্রত্যাবর্তন। যার দাপটে বক্স অফিসে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন কিং খান। ‘জাওয়ান’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তবে বছরশেষে ষোলো কলা পূর্ণ করতে পারল না ‘ডানকি’। শুরুতেই ধীরগতি। বক্স অফিসের মার্কশিটে যে ‘পাঠান’, ‘জাওয়ান’-এর নম্বরকে টেক্কা দিতে পারবে না, তা বেশ বোঝা যাচ্ছে। এবার এক সাক্ষাৎকারে ফের বিরতি নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন শাহরুখ খান। ঠিক যেমনটা ২০১৮ সালে ‘জিরো’ সিনেমার পর নিয়েছিলেন। কিন্তু কেন বছর পাঁচেক আগে বিরতিতে গিয়েছিলেন তিনি? বছরশেষে এবার খোলসা করলেন শাহরুখ।
বলিউড বাদশার কথায়, ‘সত্যি কথা বলতে, আমি কখনোই ৫ বছরের বিরতি নিতে চাইনি। দেড় বছর নিজের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম। সেই সময়ে মনে হয়েছিল, নিজের থেকে অনেকটা দূরে সরে গিয়েছি। প্রত্যেক অভিনেতার নিজের সঙ্গে সময় কাটানো খুব জরুরি। ভেবেছিলাম ৬-৮ মাস বাড়িতে নিজের সঙ্গে সময় কাটাই, কোনো ছবিও তখন সই করছিলাম না। আর হ্যাঁ, হুট করে আমি কোনো সিনেমা সই করি না। এ ব্যাপারে আমি একটু আলসে। এক বছর আমি শুধু বসেছিলাম। তারপর অতিমারী চলে এল। দেখতে দেখতে আমার আড়াই বছর থেকে ৪ বছরের একটা বিরতি হয়ে গেল। তবে সেটা ছক কষে হয়নি।’
এর পরই শাহরুখের সংযোজন, ‘এই সময়টা আমি অনেক ধরনের সিনেমা দেখেছি। তারপর ভাবলাম, এরকম অনেক সিনেমা রয়েছে, যেগুলো আমার পছন্দ হয়নি, তবে দর্শকদের ভালো লাগবে। তাই সেরকম ফিল্ম বেছে নিলাম। আমি খুব খুশি যে এ বছর আমি দর্শকদের এত আনন্দ দিতে পেরেছি। বিশেষ করে ডানকির মতো সিনেমা দিয়ে বছরটা শেষ করলাম। এটা আমার জন্য বড় পাওনা। এত আনন্দ দিয়েছি যে এবার মনে হচ্ছে আবার ২-৪ বছরের বিরতি নিয়ে ফেলি।’