বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

৬০ বছরে বাংলাদেশ টেলিভিশন

আজ ২৫ ডিসেম্বর ৫৯ পেরিয়ে ৬০ বছরে পা রাখবে বাংলাদেশ টেলিভিশন। ১৯৬৪ সালের এই দিনে পথচলা শুরু করে বিটিভি। চ্যানেল আই প্রতিবছর ২৫ ডিসেম্বর বিটিভির জন্মদিনে নিজস্ব আঙিনায় আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের।

এবারও এই আয়োজন। যেখানে পরিণত হবে বিটিভি’র সাবেক কর্মকর্তা, কলাকুশলী ও শিল্পীদের আগমনে মিলনমেলা। অনুষ্ঠানে আসবেন মন্ত্রী, চ্যানেল আই, ইমপ্রেস টেলিফিল্ম লি. এবং চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চ্যানেল আই ও ইমপ্রেস গ্রুপের পরিচালনা পর্ষদ সদস্যরা। বিটিভির শুরু থেকে বর্তমান সময়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করবেন অনুষ্ঠানে আগত অতিথিরা। থাকবে সঙ্গীত পরিবেশনা। অতিথি আপ্যায়নে থাকবে পিঠা-পুলির আয়োজন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com