রবিবার, ১৫ Jun ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন ও নতুন ব্যবহার ক্ষেত্র প্রয়োজন

ভারতের বাজারে গত বছর আনুষ্ঠানিকভাবে ফাইভজি নেটওয়ার্ক চালু করা হয়। পর্যায়ক্রমে দেশটির বিভিন্ন অংশে এ নেটওয়ার্ক ছড়িয়ে দেয়া হচ্ছে। তবে সামগ্রিকভাবে এর গ্রহণযোগ্যতা ও ব্যবহার বাড়াতে হলে সাশ্রয়ী মূল্যে অ্যান্ড্রয়েড সেলফোন ও উদ্ভাবনী ব্যবহার ক্ষেত্র প্রয়োজন বলে মনে করছেন প্রযুক্তিবিশারদরা। খবর ইটটেলিকম।

শাওমি, রিয়েলমি, পকো, লাভা থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি এরই মধ্যে বেশকিছু ফাইভজি স্মার্টফোন উন্মোচন করেছে। যেগুলোর মূল্য ১০ হাজার রুপির আশপাশে। বিশ্লেষকদের মতে, এসব ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ফাইভজি প্রযুক্তির সঙ্গে যুক্ত হতে পারবে। বিশ্লেষকদের মতে, ফাইভজি নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে ক্রয় সক্ষমতা, ডিভাইসের প্রাপ্যতা ও সেগুলোতে প্রবেশাধিকারের মধ্যকার পারস্পরিক সম্পর্ক জরুরি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com