সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

বড়দিনে কতটা আয় করল ডাঙ্কি-সালার

ভারতের বড়দিনের মৌসুমে মুক্তি পেয়ে বক্স অফিস দখল করে নিয়েছেন প্রভাস। অনেকদিন পর ‘সালার’ সিনেমায় তার ভাগ্য প্রসন্ন হলো। অন্যদিকে দু-দুটি ঝড়ো ইনিংসের পর ততটা মন্দ যাচ্ছে না শাহরুখ খানের ‘ডাঙ্কি’ও।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, বড়দিনে ‘ডাঙ্কি’ আয় করেছে সাড়ে ১৮ কোটি রুপি মতো। অন্যদিকে ‘সালার’-এর আয় ৪১ কোটি রুপি।

মুক্তির পাঁচদিনে দেশীর বক্স অফিসে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ তুলে নিয়েছে ১২৪ কোটি রুপি। চারদিনের নিরিখে ‘সালার’-এর অফিস কালেকশন দাঁড়িয়েছে দ্বিগুণ, অর্থাৎ ২৫০ কোটি রুপি।

বন্ধুত্ব, বেআইনি অভিবাসন, প্রেমের গল্প মিলিয়ে সোশ্যাল-ড্রামা ঘরানার সিনেমা ‘ডাঙ্কি’। এর আগে ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমায় মারকুটে অবতারে দেখা যায় শাহরুখকে। সে তুলনায় এ সিনেমার গল্প মাটির কাছাকাছি। বক্স অফিসে সাড়া পেলেও আগের দুই সিনেমার নিরিখে আয় একদম সাদামাটা। তবে ১২০ কোটি রুপি বাজেটের বিপরীতে আন্তর্জাতিক বাজার মিলিয়ে সিনেমাটি এরই মধ্যে লাভের ঘরে ঢুকে পড়েছে।

অন্যদিকে কাল্পনিক শহর খানসারের প্রেক্ষাপটে ‘সালার পার্ট ওয়ান’ তৈরি হয়েছে। এখানে দুই বন্ধু দেব ও ভারদাকে ঘিরে গল্প এগিয়েছে। সিনেমাটির বাজেট ২৫০ কোটি রুপির বেশি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com