বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন

বেলারুশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করবে ইউক্রেন

রাশিয়ার ইউক্রেন আক্রমণের অন্যতম সমর্থনকারী দেশ বেলারুশ। সেই দেশটির সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের প্রস্তাব উঠেছে ইউক্রেনীয় সংসদে। গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) এ প্রস্তাব আনেন মন্ত্রী তারাস মেলনিচুক। খবর রয়টার্স।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি জানান, পরিস্থিতির মৌলিক পরিবর্তন ও ইউক্রেনের বিরুদ্ধে বেআইনি বল প্রয়োগে বেলারুশ প্রজাতন্ত্র জড়িত থাকায় কারণে চুক্তি বাতিলের এ পদক্ষেপ নেয়া হয়েছে।

১৯৯২ সালের ডিসেম্বরে দুই দেশের সরকার মুক্ত বাণিজ্য চুক্তি করে। এ চুক্তি ও সম্পর্কিত দুটি প্রোটোকল বাতিল করার প্রস্তাব আনা হয়েছে। এর আগে রাশিয়ার হামলার পর মিনস্কের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করে ইউক্রেন।

দেশটির আইন অনুসারে, আন্তঃরাষ্ট্রীয় চুক্তির ক্ষেত্রে সংসদেই বাতিলের পদক্ষেপ নিতে হয়।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেনের অন্যতম বাণিজ্য অংশীদারে পরিণত হয় বেলারুশ। সাম্প্রতিক যুদ্ধের আগে পর্যন্ত কিয়েভে উল্লেখযোগ্য পরিমাণে জ্বালানি ও সার সরবরাহ করে আসছিল মিনস্ক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com