শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন

চলচ্চিত্রের চালচিত্র-২০২৩

শেষ হয়ে এলো আরও একটি কর্মচঞ্চল বছর। বিগত কয়েক বছরের চেয়ে ২০২৩ সালে দেশীয় শোবিজে একটু বেশি সংবাদের শিরোনামে এসেছেন তারকারা। সেইসঙ্গে চলচ্চিত্রের চলচ্চিত্রে চলতি বছরটিও ছিল নানা ঘটনায় আলোচিত, সমালোচিত ও বিতর্কিত। কেবলমাত্র গণমাধ্যম নয়, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অনেক ঘটনা।

ঢাকাই সিনেমার নাম এলেই সবার আগে আসবে শীর্ষ তারকা শাকিব খানের। সিনেমা দিয়ে যেমন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন, তেমনি ব্যক্তিগত বিষয়েও একাধিকবার খবরের শিরোনামে এসেছেন ‘ঢালিউড কিং’ খ্যাত এই অভিনেতা। বছরের মার্চের মাঝামাঝি এ নায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন রহমত উল্ল্যাহ নামের এক প্রযোজক। শাকিবের বিরুদ্ধে তিনি একজন নারী সহ-প্রযোজককে ধর্ষণের অভিযোগ করেন। চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনে তিনি এ অভিযোগ জানান। শুধু তা-ই নয়, বিষয়টি নিয়ে আইন-আদালত পর্যন্ত গড়ায়। শাকিব খানের দুই সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলীও বছরের বিভিন্ন সময়ে নানা ঘটনার জন্ম দিয়েছেন। তারা দু’জনেই শাকিব খানের সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন ও সন্তানের মা হন। কিন্তু অপু-বুবলীর ঝগড়ায় সোশ্যাল মিডিয়া বেশ উত্তপ্ত ছিল। তারা যেন রীতিমতো সাইবার যুদ্ধে নেমেছিলেন! তারা তাদের সংসারের বিভিন্ন ইস্যু নিয়ে বছরের বিভিন্ন সময় স্ট্যাটাস দিয়েছেন। এতে তারা একে অন্যকে দোষারোপ করেছেন।

কিছুদিন আগে সঙ্গীতশিল্পী ও গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে অভিনেত্রী বুবলীর ‘কথিত প্রেমের ঘটনা’ সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে একের পর এক খবর হয়ে আসতে থাকে। তাপসের স্ত্রী গানবাংলা টিভির চেয়ারম্যান ফারজানা মুন্নী সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে স্ট্যাটাস দেন। স্ট্যাটাস দেওয়ার স্বল্প সময়ের মধ্যেই সেটি মুন্নীর আইডি থেকে মুছে দেওয়া হয়। পাশাপাশি তার ফেসবুক হ্যাক হয়েছে দাবি করে আরেকটি স্ট্যাটাস দেন মুন্নী। এভাবেই ঘটনাটি তীব্র আকার ধারণ করে। ১৩ ডিসেম্বর অপু বিশ্বাস ফেসবুকে কারও নাম উল্লেখ না করে তাপস-মুন্নীকে লক্ষ্য করে ইঙ্গিতময় স্ট্যাটাস দেন। এমন ঘটনার সূত্র ধরে তুলকালাম ঘটনা ঘটে। পরে তাদের বিষয়টি ডিবি কার্যালয় পর্যন্ত গড়ায়। শেষমেশ ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকের সামনে নিজের ভুল স্বীকার করেন অপু বিশ্বাস। বছরের শেষের দিকে এসে আবার আলোচনায় আসেন অনেক দিন ধরে আড়ালে থাকা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। অনেক দিন ধরে শোনা যাচ্ছিল তিনি গোপনে সংসার পেতেছেন। তবে চলতি মাসে হঠাৎ খবর বের হয়, আয়াত নামের একটি সন্তানের মা হয়েছেন পপি। তার স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তবে এ বিষয় নিয়ে পপির কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত কয়েক বছর ধরেই নানা কারণে আলোচনায় থাকা চিত্রনায়িকা পরীমনি এ বছরও বেশ কয়েকটি ঘটনার জন্ম দিয়েছেন। চিত্রনায়ক শরিফুল রাজকে ভালোবেসে বিয়ে করেন পরীমনি। তাদের সংসারে শাহীম মুহাম্মদ রাজ্য নামের এক ছেলে রয়েছে। সুখেই তারা দিন কাটাচ্ছিলেন। কিন্তু হঠাৎ তাদের সংসারে দেখা দেয় কালো মেঘ। ব্যক্তিগত সমস্যার কারণে তারা সংবাদের শিরোনাম হয়েছেন অনেকবার। পরে পরীমনি ডিভোর্স লেটার দেন শরিফুল রাজকে।

ঘটনাটি নিয়ে বেশ কয়েক মাস শোবিজ অঙ্গন মুখর ছিল। পরীমনি তার ছেলের নামও পরিবর্তন করে ফেলেন। বছর শেষের দিকে প্রিয় নানুভাইকে হারিয়ে অনেকটাই দিশেহারা হয়ে পড়েন তিনি। তবে সম্প্রতি বিচ্ছেদের বিরহ ও নানার শোক কাটিয়ে বেশ কয়েকটি কাজের খবর দেন তিনি। পরীমনির পাশাপাশি বছরজুড়ে চর্চার কেন্দ্রে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। ব্যক্তিগত কথাবার্তা ও নানা রকম হাস্য রসাত্মক মন্তব্যের দরুণ সারা বছরই ফেসবুক ও ইউটিউব মাতিয়ে রেখেছিলেন এই অভিনেতা। ধারণা করা হয়, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ হারিয়ে তিনি নানা ধরনের বক্তব্য ও মুখরোচক মন্তব্য করে শোবিজ মাতিয়ে রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি ছিলেন ভাইরাল। তার ডিগবাজি ও ‘নারী জায়েদ খানে আটকায়’ মন্তব্যে আলোচনার ঝড় ওঠে।

অন্যদিকে চলতি বছরে আলোচিত হয়েছে বেশ কয়েকটি মুক্তিপ্রাপ্ত সিনেমা। ২০২৩ সালে মুক্তি পায় অর্ধশতাধিক সিনেমা। সানী সানোয়ারের ‘ব¬্যাক ওয়ার : মিশন এক্সট্রিম ২’ সিনেমা দিয়ে ছবি মুক্তির প্রক্রিয়া শুরু করে চলতি বছর। ১৩ জানুয়ারি মুক্তি পাওয়া এই সিরেমাটি ‘মিশন এক্সট্রিম’-এর সিক্যুয়াল। পুলিশ অ্যাকশন থ্রিলার এই সিনেমাতে অভিনয় করেছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত প্রমুখ। তবে সিনেমাটি আহামরি ব্যবসা করতে ব্যর্থ হয়। পরের সপ্তাহে (২০ জানুয়ারি) মুক্তি পায় পরীমনি ও সিয়াম আহমেদ জুটির সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। শিশুতোষ এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। নির্মাতা কলাকুশলীদের প্রচারণা দিয়েই আলোচনায় ছিল সিনেমাটি। এটিও প্রত্যাশা পূরণ করতে পারেনি দর্শকের।

এরপর রোজার ঈদে মুক্তি পায় ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমাটি। তপু খান পরিচালিত এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। ঈদুল ফিতরে সারা দেশের ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। ঈদে শাকিব খানের একটি সিনেমাই মুক্তি পেয়েছিল। এ কারণে সিনেমাটি দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। একই ঈদে মুক্তি পায় ‘কিল হিম’ সিনেমাটিও। দেশের ১৮টি হলে মুক্তি পেয়েছিল অনন্ত জলিল ও বর্ষা জুটির এই ছবিটি। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। ঢাকার শীর্ষ মাদক কারবারিদের বিরুদ্ধে তার লড়াইয়ের গল্প নিয়েই কিল হিম। নানা কারণে আলোচনায় ছিল সিনেমাটি।

রোজার ঈদের পর কোরবানি ঈদে মুক্তি পেয়ে তুমুল হইচই ফেলে দেয় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে এ বছর। সিনেমাতে শাকিবের বিপরীতে অভিনয় করেছে কলকাতার ইধিকা পাল। এ ছাড়াও সিনেমাটির ‘ঈশ্বর’ ও ‘প্রিয়তমা’ গান ছিল বছরের আলোচিত গান। ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমাটি নিয়েও হয়েছে ব্যাপক আলোচনা হয়। রায়হান রাফির নির্মাণে এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। দারুণ অভিনয় দিয়ে দর্শক মনে জায়গা করে নেন নিশো। ছবিটির ‘গা ছুঁয়ে বলো’ ও ‘টাকা তুই আমার জান’ গান দু’টি বেশ দর্শকপ্রিয়তা পায়। একই ঈদে মুক্তি পাওয়া ‘প্রহেলিকা’ সিনেমাটিও ছিল আলোচনায় ছিল। চয়নিকা চৌধুরী পরিচালিত এ ছবির মাধ্যমে আট বছর পর বড় পর্দায় ফেরেন মাহফুজ আহমেদ। সিনেমায় মাহফুজের সঙ্গে জুটি বাঁধেন শবনম বুবলী। গল্প, প¬ট, নির্মাণ আর অভিনয় গুণে ছবিটি দর্শক মহলে বেশ নন্দিত হয়।

তবে বছরজুড়ে তুমুল আলোচনা তৈরি করে ‘মুজিব : একটি জাতির রূপকার’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত এই সিনেমা দিয়ে আলোচনায় ছিলেন আরিফিন শুভ। সিনেমাটি বাংলাদেশে রেকর্ড সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপে¬ক্সসহ বাংলাদেশের ১৫৩ প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয়। সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের নির্মাতা শ্যাম বেনেগাল। এই সিনেমায় অভিনয় করেছেন অসংখ্য তারকা। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছার চরিত্রে দেখা গেছে নুসরাত ইমরোজ তিশাকে।

এছাড়া হৃদি হকের প্রথম পরিচালনার সিনেমা ‘১৯৭১ : সেইসব দিন’ দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমা দু’টি প্রশংসিত হয় দর্শকমহলে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শিত হয়ে প্রশংসার পাশাপাশি বিভিন্ন সম্মাননা কুড়িয়েছে ‘আদিম’ ও ‘সাঁতাও’ সিনেমা দু’টি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com