বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন

ছোটপর্দার নতুন বিস্ময় ফারহান

একদিকে ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনয় শিল্পীরা একে একে বড়পর্দা আর ইউটিউবের দিকে স্থায়ীভাবে থিতু হচ্ছেন তখন বিটিভিসহ বেসরকারি চ্যানেলের অনেকেরই কপালে যেন চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল।

ছোটপর্দার ডাকসাইটে অভিনেতা মোশাররফ করিম, সদা হাস্যোজ্জ্বল চঞ্চল চৌধুরী, ছোটপর্দার সুপারস্টারখ্যাত আফরান নিশো, জিয়াউল করিম অপূর্ব, মেহজাবীনÑ এরকম একঝাঁক টিভি তারকা যদি হঠাৎ করেই ছোটপর্দাকে বিরান করে দিয়ে অন্য কোথাও চলে যান তখন তাদের সেই শূন্যতা পূরণ করতে এগিয়ে আসবেন কারা?

ভয় নেই, ইতোমধ্যে তাদের শূন্যস্থান পূরণে আরও কয়েকজন প্রস্তুত হয়ে গেছেন। তাদেরই অন্যতম এক চৌকস অভিনেতা মুশফিক আর ফারহান। ছোটপর্দার দর্শকদের সবাই তাকে ফারহান নামেই চেনেন।

ছিলেন এক সময় আরজে (রেডিও জকি) আর এখন হয়ে গেছেন ছোটপর্দার ব্যস্ততম অভিনেতা। সাম্প্রতিক সময়ে তিনি যে হারে কাজ করে চলেছেন তাতে করে তিনি ইতোমধ্যেই ছোটপর্দার ব্যস্ততম অভিনয় শিল্পীদের অন্যতম হয়ে উঠেছেন। চুটিয়ে একের পর এক নাটকের শুটিং করে যাচ্ছেন তিনি। জুটিও গড়ে নিয়েছেন একের পর এক নায়িকার সঙ্গে বেশ। কখনো তানজিন তিশা, কখনো কেয়া পায়েল, কখনো সামিরা খান মাহির সঙ্গে বেশ ভালোই মানিয়ে যাচ্ছে ফারহানের। তার একেকটি নাটকের ভিউ এখন কোটি ছাড়িয়ে যাচ্ছে। এ পর্যন্ত অর্ধ শতাধিক নাটক পেরিয়ে গেছে যেগুলো কোটি ছাড়ানো ভিউ’র নজির গড়েছে। নানা চরিত্রে নিজেকে উপস্থাপনার চেষ্টা করে যাচ্ছেন মুশফিক একের পর এক নাটকে। কখনো সুইপার, কখনো লেগুনা চালক, কখনো বোবা চরিত্রে, আবার কখনো পোস্টম্যানের ভূমিকায় অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়াচ্ছেন। নানা বৈচিত্র্যমুখী চরিত্রের জন্য এই মুহূর্তে ছোটপর্দায় তার বিকল্প হিসেবে আর কাকে ভাবা যেতে পারে! সেই চিন্তায় হিমশিম খেতে হয় বলেই নির্মাতারাও এখন মুশফিক ফারহানকেই তাদের প্রথম পছন্দের হিসেবে রাখেন।

অথচ এই অভিনেতারই একটা সময় ছিল, গভীর রাতে শুটিং শেষে মন খারাপ করে বাসায় ফিরতেন। কারণ, শুটিংয়ে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা মেকআপ নিয়ে বসে থাকাটাই সার হতো তার। কারণ, তার চোখের সামনে অভিনেতারা শুটিং শেষ করে একে একে বাড়িতে ফিরে যেতেন। কিন্তু তার ডাক আর পড়ত না। ভাবতেন, হয়তো শেষ দৃশ্যে ডাকা হবে। সেই সুযোগও অনেক সময় মিলত না। শুধু তাই নয়, কখনো কখনো তাকে শুনতে হতো, কাজ থেকে বাদ পড়েছেন। কখনো পরিচালকের কথার সঙ্গে কাজের মিল পেতেন না। যাকে বলে কাজ নিয়েও তাকে ঠকানো হতো।

আলোচনার শুরুতে সহযোগী চরিত্রের কথা বলা হলেও পরে দেখা যেত, চরিত্রটা বলার মতোই না। কষ্ট পেলেও এমন সব ঘটনা থেকেই প্রেরণা নিতেন তিনি। নতুন একটি সকালের অপেক্ষা করতেন। সব সময়ই মনোবল ছিল, নিজের ওপর আত্মবিশ্বাস ছিল। সেই আত্মবিশ্বাসই তাকে টিকিয়ে রেখেছে। এই আত্মবিশ্বাসের জোরেই গত ঈদে ছোট পর্দার অন্যতম আলোচিত অভিনেতা হয়ে উঠেছেন মুশফিক আর ফারহান।

ঈদ তো গেছেই। সেই ফাঁকে কি তিনি এখন খানিক বিশ্রামে যাবেন? না, সেই ফুরসৎও নেই এখন ফারহানের। ঈদের পরে এখনো চুটিয়ে কাজ করে যাচ্ছেন একের পর এক নাটকে। এ নিয়ে যখন যায়যায়দিন থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলো, তখনো বলছেন, ‘ভাই, আমি তো এখন শটে আছি। এই শুটিংটা শেষে কথা বলি?’ কিন্তু কথাও তো খুব বেশি নয়। দু’চার মিনিটের মাত্র। সেই ফাঁকেই জেনে নেওয়া হলো কোন নাটকে শুটিং করছেন। এর মধ্যে আর কী কী কাজ করলেন। তাতে বোঝাই গেছে, এই মুহূর্তে ছোটপর্দার অভিনেতাদের মধ্যে সবচেয়ে ব্যস্ত শিল্পী মুশফিক আর ফারহান।

চলতি প্রজন্মের এমন মেধাবী অভিনেতা খুব বেশি নেই। এমনও নয় যে, ললিপপ মার্কা খুব গ্লামারার্স অভিনেতা তিনি। তার চেহারাটা দেখলে অনেকটা বলিউডের নওয়াজউদ্দিন সিদ্দিকীকে মনে পড়ে যায়। যিনি গ্লামার দিয়ে নয়, অভিনয় দিয়েই বলিউডের কোটি কোটি দর্শকের হৃদয় জয় করে নিয়েছেন। আর কাকতালীয়ভাবে দু’জনেরও হিসাবও কেমন একই বিন্দুতে মিলে যায় যে, মুশফিক আর ফারহানেরও প্রিয় অভিনেতা সেই বলিউডেরই নওয়াজউদ্দিন সিদ্দিকী! মুশফিক ফারহানও তার এই প্রিয় অভিনেতার মতোই অভিনয় দিয়েই দর্শকের কাছে নিজের জাত তুলে ধরতে চান। এ জন্য প্রতিটি চরিত্রেই নিজেকে ভাঙতে পছন্দ করেন তিনি। সম্প্রতি তিনি তেমনি একটি চরিত্রে নিজের অভিনয়ের দারুণ নৈপুণ্যের ঝলক ছড়িয়েছেন মাহমুদ মাহিন পরিচালিত ‘লেকু’ শিরোনামের নাটকে। নাটকটি প্রকাশ্যে এসেছে সুলতান এন্টারটেইনমেন্টের ব্যানারে। নাটকে এমন এক গ্রামের তরুণের ভূমিকায় তাকে দেখা গেছেÑ যিনি কিছু সময় পর পর পাগল হয়ে যান। এমন চরিত্রে অভিনয় করতে গিয়ে ফারহান কতটা শ্রম দিয়েছেন সেটা যারা নাটকটি দেখেছেন তারাই বলতে পারবেন। নাটকটিতে ফারহানের বিপরীতে দেখা গেছে সামিরা খান মাহিকে। নাটকটি সম্পর্কে ফারহান বলেন, ‘লেকু’ নাটকটি একেবারে আমার মনের মতো একটি নাটক। চেষ্টা করি যে কোনো কাজেই নিজের শতভাগ দিতে। সব নাটকের চরিত্রেই এমন কিছু করার চেষ্টা থাকে আমার যেটা মানুষের মনে গেঁথে থাকে।’

হালে ছোটপর্দার অভিনয় শিল্পীদের অনেকেই একে একে বড়পর্দার দিকে পা বাড়াচ্ছেন। এক সময় এ নিয়ে প্রশ্ন করলে তিনি বলতেন, ‘চলচ্চিত্র থেকে প্রস্তাব যে আসে না এমন নয়। প্রায়ই প্রস্তাব আসে। তবে এই মুহূর্তে আমার সব ধ্যান ও জ্ঞান নাটককে ঘিরেই। এখন নাটক ছাড়া অন্যকিছু নিয়ে ভাবতে চাই না আমি। এখানে থেকেই আমি একজন পাকা অভিনেতা হতে চাই। অবশ্য মনের মতো চরিত্র পেলে চলচ্চিত্রেও কেন নয়!’ তবে নিজেকে সো কলড্ নায়ক হিসেবে দেখতে চাই না। নাটকে যে রকম আমি একজন শিল্পী সিনেমাতেও আমি সেভাবে উপস্থাপিত হতে চাই।’ কেন নয় তার উত্তর ইতোমধ্যেই তিনি দিয়ে রেখেছেন। ‘খেলা হবে’ নামে একটি সিনেমায় যুক্ত হয়েছেন। আর এটির মধ্য দিয়ে এটিই হতে যাচ্ছে মুশফিক আর ফারহান অভিনীত প্রথম সিনেমা। এতে দেখা যাবে হালেরই দুই জনপ্রিয় নায়িকাকে। এই দুই নায়িকা হলেন, পরীমনি ও শবনম ইয়াসমীন বুবলী। এই সিনেমায় আরও অভিনয় করবেন আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চুসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com