বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন

নায়িকা পূর্ণিমার নম্বর থেকে ফোন আসছে, ধরলেই বিপদ!

চিত্রনায়িকা পূর্ণিমার ছবি সম্বলিত ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল ও মিসডকল আসছে। সেই কল ব্যাক করতে গিয়েই অনেকেই পড়ছেন প্রতারণার ফাঁদে। এমন ঘটনা ঘটছে। আর এ বিষয়ে সবাইকে সতর্ক করলেন নায়িকা স্বয়ং। এ সংক্রান্ত কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেছেন চিত্রনায়িকা।

পূর্ণিমা লিখেছেন, বিষয়টা এখন অতিরিক্ত হয়ে গেল। আপনারা যারা আমাকে চেনেন এবং জানেন বিভ্রান্ত না হয়ে এই সব নম্বর থেকে ফোন করলে ব্লক করে দিবেন। আমার একটাই মোবাইল নাম্বার আর আমি প্রয়োজন ছাড়া কাউকে বিরক্ত করি না মিসডকল তো দেই না।
তিনি বলেন, কোনো একটা চক্র বিভিন্ন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে আপনাদের ফোন করছে অথবা মিসডকল দিচ্ছে। সেই কাজ আমি করছি না ,সবার কাছে অনুরোধ করে বলছি এই রকম কোনো নাম্বার থেকে কল বা ম্যাসেজ আসলে ইগনোর করবেন।

পূর্ণিমার এই পোস্টের নিচে অনেকেই সতর্ক থাকবেন সে কথা উল্লেখ করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com