সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা শুরু

বরিশালে শেখ হাসিনার জনসভা শুরু হয়েছে। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে পবিত্র কোরআন পাঠ, গীতা পাঠ, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। আর বিকেল ৩টায় জনসভাস্থলে পৌঁছে বরিশালবাসীর উদ্দেশে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

এদিকে, সকাল থেকেই প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মিছিল-ফেস্টুনসহ হাজারো নেতাকর্মী যোগ দিয়েছেন সভাস্থলে।

জনসভার শুরুতে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের সঞ্চালনায় মঞ্চে প্রথম বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পানিসম্পাদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাথারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এদিকে জনসভার জন্য বরিশাল নগরীর মধ্যে সকল জানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী ও সড়কে চলাচলকারী যাত্রীরা।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com