শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ন

ডিআরএমসিতে অত্যাধুনিক প্রযুক্তিসম্পূর্ণ ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা পলকের

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে (ডিআরএমসি) প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রেসিডেনসিয়াল মডেল কলেজের উদ্যোগে আয়োজিত ‘সপ্তম ডিআরএমসি ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ’ শীর্ষক প্রকল্প থেকে রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, থ্রিডি প্রিন্টারসহ অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে প্রথম ফেব্রিকেশন ল্যাব এবং দ্বিতীয় পর্যায়ে ১২ কোটি ব্যয়ে আরেকটি স্পেশালাইজ ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

এ সময় তিনি আইডিয়া প্রকল্প থেকে প্রতিবছর বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামাল ইনোভেশন গ্র্যান্ডে স্পন্সর করা হবে বলেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১ লাখ ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ৫ কোটি শিক্ষার্থী রয়েছে। তারাই ২০৪১ সালে গিয়ে সামরিক কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবী, গবেষক, উদ্যোক্তা, উদ্ভাবক, সাংবাদিক কিংবা রাজনীতিবিদ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব দেবে।

তিনি বলেন, আজকের ছাত্র-ছাত্রী, শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের আমরা যেভাবে গড়ে তুলব ৪১ সালের বাংলাদেশ কিন্তু সেভাবেই গড়ে উঠবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রধান সমন্বয়কারী নরুন্নবীসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com