মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

আবারও দেখা হল ফারহান-তিশার

কয়েকদিন আগেই শোবিজ দুনিয়ায় গুঞ্জন ছড়ায়, প্রেম করছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। যদিও দুই তারকাই বিষয়টি নিয়ে সেসময় নীরব ভূমিকা পালন করে যান।

এরপর অনেকদিন ধরেই পর্দায় একসঙ্গে দেখা যায়নি দু’জনকে। তবে ভালোবাসা দিবস উপলক্ষে এই জুটি আবার এক হলেন। তাদেরকে জুটি করে ‘সেই তুমি’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি।

অবয়ব সিদ্দিকীর চিত্রনাট্যে নির্মিত নাটকটিতে দেখা যাবে, প্রেম হতে হতে বিচ্ছেদে গড়ানো এক সম্পর্কে ছিলেন ফারহান-তিশা। বহুদিন পর আবার তাদের দেখা; অতঃপর হারিয়ে ফেলা দিনগুলোর কথা ভেবে নস্টালজিক হওয়ার চিত্র উঠে আসবে এতে।

নির্মাতা জানান, এই ভালোবাসা দিবসের অন্যতম জটিল প্রেমের গল্প হতে যাচ্ছে এটি। ‘সেই তুমি’ প্রযোজনা করেছে সিএমভি। প্রতিষ্ঠানটির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে নাটকটি তাদের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com