শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন
জাপানে স্বচালিত ট্যাক্সি চালু করতে যাচ্ছে টয়োটার আংশিক মালিকাধীন মোনেট টেকনোলজিস। জুলাইয়ে টোকিওর ওদাইবা এলাকায় এ পরিষেবার পরীক্ষামূলক চলাচল শুরু হবে। শুরুতে পরীক্ষার আওতায় থাকবে আংশিক স্বয়ংক্রিয় প্রযুক্তি। পরে ধাপে ধাপে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ড্রাইভিং যাচাই করা হবে। ট্যাক্সি চালকদের তুমুল ঘাটতি মোকাবেলায় পুরো পরিকল্পনাটি সাজানো হয়েছে। অন্যান্য গাড়ি নির্মাতাদের মধ্যে হোন্ডা ২০২৬ সালের জানুয়ারিতে ওদাইবা এলাকায় রোবোট্যাক্সি চালুর পরিকল্পনা করেছে, অংশীদারত্বে থাকবে জেনারেল মোটরস ও অন্যান্য গাড়ি নির্মাতা। খবর জাপান টাইমস