শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন

রমজানের পবিত্রতা নষ্ট করার অভিযোগে শতাধিক দোকান সিলগালা

নিয়ম লঙ্ঘন ও রমজানের পবিত্রতা নষ্ট করার অভিযোগে ইরানের বিভিন্ন শহরে শতাধিক দোকান সিলগালা করে দিয়েছে ইসলামিক দেশটির কর্তৃপক্ষ। সোমবার (২৫ মার্চ) দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুসারে, হামেদানের প্রসিকিউটর হাসান খানজানি গেলো শনিবার ‘রমজানের নিয়ম মেনে না চলার’ জন্য একটি ফুড কোর্টসহ ৬৫টি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করার ঘোষণা দিয়েছেন।

পাশাপাশি রে-এর পুলিশ কমান্ডার বলেছেন, ‘রমজানের সময় স্থাপনাগুলোতে তত্ত্বাবধানের পরিকল্পনার অংশ হিসাবে ২৪টি নিয়ম অমান্যকারী এবং রমজানের নিয়ম লঙ্ঘনকারীদের ব্যবসা প্রতিষ্ঠান সিল করে দেওয়া হয়েছে।’

পবিত্র রমজান মাসে জনসম্মুখে খাওয়া, মদ্যপান এবং ধূমপান থেকে বিরত থাকা ইরানে বাধ্যতামূলক। এমনকি গাড়ির ভিতরেও এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকা বাধ্যতামূলক। নিয়ম অমান্য করলে দেশটির ইসলামিক দণ্ডবিধির ৬৩৮ ধারা অনুযায়ী রোজার নিয়ম লঙ্ঘনের জন্য অভিযুক্তকে ১০ থেকে ৬০ দিনের কারাদণ্ড বা ৭৪টি পর্যন্ত বেত্রাঘাত শাস্তির সম্মুখীন হতে হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com